আজকাল ব্যাট হাতে নৈপুণ্য দিয়ে বিরাট কোহলি যতটা আলোচনায় আসেন, ঠিক ততটাই আসেন তাঁর বাজে আচরণের কারণে। ক্রিকেট মাঠে প্রায়ই প্রতিপক্ষের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তালিকায় সম্প্রতি যুক্ত হলেন কিংবদন্তি অভিনেতা নাসিরউদ্দিন শাহ। কোহলিকে ‘বিশ্বের সবচেয়ে বাজে আচরণের খেলোয়াড়’ বলেছেন।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নাসিরউদ্দিন শাহ জানিয়েছেন, ‘বিরাট কোহলি শুধুমাত্র বিশ্বের সেরা ব্যাটসম্যানই নন, বরং বিশ্বের সবচেয়ে বাজে আচরণের খেলোয়াড়ও বটে। তার এসব উদ্ধত আচরণ আর অহংকারের কারণে খেলোয়াড় হিসেবে সে যে কত বড়, সেটা ঢাকা পড়ে যায়। আর হ্যাঁ, আমার দেশ ছাড়ার কোনো ইচ্ছা নেই।’
একের পর এক নেতিবাচক কারণে খবর হচ্ছেন কোহলি। চলমান অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচে হাফপ্যান্ট আর গেঞ্জি পরে টস করতে নামা থেকে শুরু করে সদ্য শেষ হওয়া পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন তিনি।অস্ট্রেলিয়া সফর শুরুর আগেও বিতর্ক ছড়িয়েছেন কোহলি। খুদে বার্তায় এক ভক্ত তাঁকে বলেছিলেন ‘অতি মূল্যায়িত ব্যাটসম্যান।’ শুধু তাই নয় ‘ভারতীয়দের তুলনায় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বেশি ভালো লাগে’—এমন কথাও বলেছেন সেই ভক্ত। জবাবে কোহলি সেই ভক্তকে ‘দেশ ছেড়ে অন্য কোথাও’ থাকার কথা বলেছিলেন। এরপরই তুমুল সমালোচনা হয়েছে ভারতীয় অধিনায়ককে নিয়ে। কোহলির আচার-আচরণে লাগাম দেওয়ার জন্য বিসিসিআই সম্প্রতি তাঁকে সতর্কও করে দিয়েছিল। তাতে লাভ হয়েছে কই? গতকাল পার্থ টেস্টে ঠিকই অস্ট্রেলিয়ার অধিনায়কের সঙ্গে বাগ্যুদ্ধে জড়িয়েছেন তিনি, পেইনকে বলেছেন, ‘তুমি শুধুমাত্র একজন কাজ চালানো অধিনায়ক, আর আমি বিশ্বের সেরা খেলোয়াড়!'কালকের এই ঘটনা দেখেই বোধ হয় নাসিরউদ্দিন শাহ নিজের ক্ষোভ আর চেপে রাখতে পারেননি!