মাঠে নাটুকেপনার জন্য সাম্প্রতিক সময়ে দারুণ সমালোচিত ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার। বিষয়টি নজর এড়ায়নি কিংবদন্তি পেলেরও। ফুটবল মাঠে নাটুকেপনা করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজের ভাবমূর্তি নষ্ট করছেন বলে মনে করেন তিনি। এ কারণে এ ধরনের আচরণ না করার জন্য নেইমারকে অনুরোধ করেছেন পেলে।
এ বিষয়ে পেলে বলেন, নেইমার অসাধারণ একজন ফুটবলার। তার প্রতিভা এবং সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে সাম্প্রতিক সময়ে সে মাঠে ফাউলের শিকার হওয়ার অভিনয় করে আলোচনায় আসছে। যেটা আমি পছন্দ করি না। কেননা এতে একদিকে যেমন খেলার গতি কমে যায় তেমনি রেফারিদের কাজও জটিল হয়ে ওঠে।
তাই আমি নেইমারকে অনুরোধ করব ভবিষ্যতে এ ধরনের আচরণ না করতে। এরপর পেলে যোগ করেন, অনেকের হয়তো মনে হতে পারে আমি নেইমারের সমালোচনা করছি। কিন্তু আমি বলব, একজন বাবা কখনো তার সন্তানের সমালোচনা করেন না, তিনি ছেলেকে শিক্ষা দেন। ভুল শোধরানোর অনুরোধ করেন।