অভিনেতা, নাটক ও চলচ্চিত্র নির্মাতা এবং ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলুকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হসপিটালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক এই তথ্য নিশ্চিত করেছেন।
লাবলুর পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে সালাউদ্দিন লাভলু জ্বরে ভুগছিলেন। শনিবার জ্বর আরও বেড়ে যায়। এর পর তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, লাবলুর রক্তের প্লাটিলেট কমে গেছে। পরে রোববার রাত সাড়ে ৯টার দিকে তাকে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক জানান, লাবলুর শারীরিক অবস্থা অতটা গুরুতর নয়। চিকিৎসক জানিয়েছেন আতঙ্কের কিছু নেই।
অসংখ্য জনপ্রিয় বাংলা নাটক ও সিনেমার নির্মাতা সালাউদ্দিন লাবলু। তার জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে- ব্যস্ত ডাক্তার, গরুচোর, ভবেরহাট, ঢোলের বাদ্য, আলতা সুন্দরী, ডাক্তার ও ঘর কুটুম।