বলিউড সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে চলছে দক্ষিণ ভারতীয় সিনেমাগুলো।কিছু কিছু ছবি বলিউডকে ছাপিয়ে আকাশচুম্বী সফলতার মুখ দেখেছে।
সে কারণেই বলি তারকার মতো খ্যাতি পেয়ে থাকেন দক্ষিণী তারকারা। প্রথম ছবিতেই বাজিমাত করছেন অনেক দক্ষিণী অভিনেতা ও অভিনেত্রী। তেমনি একজন লাস্যময়ী দক্ষিণী তারকা রাশি খান্না।
শুরুটা হয় মাদ্রাজ কাফে নামের বলি সিনেমা দিয়ে। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
এর আগে মডেলিংয়ে বেশ নাম কুড়িয়েছেন। তবে রুপালী জগতে এসে ভারতের দক্ষিণী চলচ্চিত্র মাতাচ্ছেন তিনি।
বেশ কয়েকটি সুপারহিট দক্ষিণী ছবিতে কাজ করেছেন ইতিমধ্যে। তার ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রায় ৪১ কোটি টাকা জমা পড়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থাগুলো।
তবে এসব ছাপিয়ে বর্তমানে ভারতীয় মিডিয়ায় আলোচিত এই অভিনেত্রী। শুধু বলিমহলেই নয় তাকে নিয়ে গুঞ্জন চলছে ভারতীয় ক্রিকেট জগতেও।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ, রাশি খান্না নামের এই অভিনেত্রীর সঙ্গে ভারতীয় দলের এক ক্রিকেটারের প্রেম চলছে অনেকদিন ধরেই।
বিজ্ঞাপনচিত্রে কাজ করতে গিয়েই নাকি ওই ক্রিকেট তারকার সঙ্গে পরিচয় ঘটে রাশির।
তবে কে সেই ক্রিকেটার এ বিষয়ে তেমন কিছুই জানায়নি সংবাদমাধ্যমগুলো।
কেউ বলছেন বিজ্ঞাপনের কাজে নয়, কোনো এক পার্টিতে ওই ক্রিকেটারের সঙ্গে প্রথম দেখা হয়েছিল রাশির।
বর্তমানে তারা গোপনে ডেটিং করছেন বলে গুঞ্জন চলছে।
এ বিষয়ে অবশ্য মুখ খুলতে নারাজ রাশি খান্না। অভিনয়, মডেলিং নেশা হলেও আপাতত পড়াশোনায় মনযোগী এই অভিনেত্রী।
দিল্লির লেডি শ্রীরাম কলেজে স্নাতক করছেন তিনি। গান, নিয়মিত শরীর চর্চার পাশাপাশি ক্রিকেটকেও পছন্দ তার।
বলি সূত্রের খবর, ভারতীয় দলের তারকা ক্রিকেটার যশপ্রীত বুমরার সঙ্গে বিশেষ বন্ধুত্ব রয়েছে রাশির।
বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখাও গেছে এ দুজনকে।
তবে বিষয়টি সম্পূর্ণরুপে উড়িয়ে দিয়ে রাশি খান্না বলেন, বুমরার খেলা দেখেছি। তবে তার সঙ্গে আমার কখনও দেখাই হয়নি, বন্ধুত্ব হবে কী করে?