বলিউডের প্রথম মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছিলেন সুস্মিতা সেন । তার পর আরও কয়েকজন বিশ্বসুন্দরীর খেতাব পান। সুস্মিতার হাত ধরেই বলিউডে এ খেতাবের সূচনা। এ পর্যন্ত ৩৫টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।
ম্যায় হু না, দুলহা মিল গ্যায়া, নির্বাকসহ কালজয়ী চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন এই সুদর্শনী। ক্যারিয়ারে যখন রমরমা অবস্থা, তখন হঠাৎ করে নিজেকে অভিনয় থেকে দূরে সরিয়ে নেন সুস্মিতা। তার পর কেটে গেছে দীঘ ১০ বছর।
এই সময়ে বিয়েটাও করেননি সুস্মিতা। দত্তক নিয়েছেন দুই মেয়েকে। তাদের লালনপালন করেছেন। সুস্মিতা কেন অভিনয় থেকে দূরে সরে গেছেন, সেটি তার ভক্তদের কাছে আজও অজানা। তবে সম্প্রতি ভক্তদের সুখবর দিয়েছেন এই বলিউড অভিনেত্রী। নিজেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে অভিনয়ে ফেরার সুখবর দিয়েছেন। সঙ্গে লিখেছেন, ‘আমি বরাবরই ধৈর্য ধরতে জানি। আমার ভক্তরা ১০ বছর অপেক্ষা করেছেন আমার পর্দায় ফেরার জন্য। এতে আমি তাদের ভক্ত হয়ে গেছি। নিঃশর্তভাবে তারা ভালোবাসা দিয়েছেন। সঙ্গে উৎসাহ দিয়েছেন প্রতিমুহূর্তে। আমি শুধু তোমাদের জন্য ফিরছি। আমি তোমাদের ভালোবাসি।’এই পোস্টের পর কমাস আগে রাজীব মসন্দের একটি শোতে এসে সুস্মিতা জানিয়েছিলেন, তিনি আবার পর্দায় ফেরার তোড়জোড় শুরু করেছেন। তবে তা সিনেমা নয়। হয়তো কোনো ওয়েব সিরিজ।