বলিউড কিং শাহরুখ খান ছোট ছেলে আবরামের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নজর কাড়েন সবার।ছেলের সঙ্গে শাহরুখের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়। তবে খবরের পর খবর হলো শাহরুখ দীর্ঘদিন ধরে একটি সমস্যায় ভুগছেন। এই কারণে গৌরিরও সমস্যায় পড়তে হয়। আর সমস্যার বিষয়টি ফাঁস করেছেন কিং খানের স্ত্রী গৌরি খান নিজেই।
তিনি জানান, কোথাও যেতে হলে মেয়েদের তৈরি হতেই বেশি সময় লাগে – এমন অভিযোগ প্রায়ই ওঠে। কিন্তু সবক্ষেত্রে তা মোটেই সত্যি নয়। শাহরুখ নাকি কোথাও যাওয়ার আগে গৌরির থেকেও বেশ সময় নেন।
গৌরি বলেন, শাহরুখের একটি ঘর শুধু ওয়ারড্রবে ভরা। গোছগাছ করতে আমার যদি ৫ মিনিট সময় লাগে, সেখানে শাহরুখ নেন ৫ ঘণ্টা সময়।গৌরির এই মন্তব্যের উত্তরে শাহরুখ বলেন, আমি তো সবসময় একই ধরনের জামাকাপড় পরি। ব্ল্যাক স্যুট। তাই ওয়ারড্রবে আলাদা আলাদা রকমের কালো স্যুট রাখতেই হয়।
উল্লেখ্য, কিছুদিন আগেই ভোগ এক্স নায়িকা ফ্যাশন অনুষ্ঠানের ফ্যাশন ইভেন্টে সব থেকে স্টাইলিশ যুগলের খেতাব পান শাহরুখ খান ও গৌরি খান।