আমেরিকার জনপ্রিয় রক ব্যান্ড রেড হট চিলি পেপার্সের সাবেক গিটারিস্ট জ্যাক শেরম্যান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
শনিবার (২২ আগস্ট) বিকেলে ব্যান্ডটি তাদের ফেসবুক পেজ থেকে তার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছে। তবে মৃত্যুর কারণ এখনো প্রকাশ করেনি ব্যান্ডটি।
‘রেড হট চিলি পেপার্স’ এর অফিশিয়াল টুইটারে লেখা হয়েছে, ‘তিনি একেবারেই আলাদা মানুষ ছিলেন। সব ভালো এবং মন্দ সময়ের জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। শান্তিতে থাকুন।’
১৯৮৩ সালের ডিসেম্বর মাসে ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য হিলেল স্লোভাকের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন তিনি। ব্যান্ডটির দ্বিতীয় অ্যালবামের বেশ কয়েকটি গানের গীতিকারও ছিলেন শেরম্যান।
প্রসঙ্গত, আমেরিকান রক ব্যান্ড রেড হট চিলি পেপার্স গঠিত হয়েছিল ১৯৮৩ সালে লস অ্যাঞ্জেলেসে। দলটি মূলত ফাঙ্ক ও রকের মিশ্রণে গান করে থাকে। এছাড়াও সাইকেডেলিক রকও গায় তারা।