রুপালি পর্দায় নায়িকা হয়ে ফিরছেন দীঘি

রুপালি পর্দায় নায়িকা হয়ে ফিরছেন দীঘি

দীঘি বাবা-মায়ের পথ ধরে নাম লেখালেন চলচ্চিত্রে দর্শক জয় করলেনচাচ্চু’, ‘দাদী মাসহ একের পর এক হিট ছবিতে নায়ক রাজ্জাকের সঙ্গে জুটি বেঁধে ছোট্ট শিশুর রোমান্টিক গান কিংবা ডেঞ্জারম্যান ডিপজলের সঙ্গে দুষ্টু মিষ্টি দীঘি রাতারাতি তারকা বনে গেলেন তার নাম পৌঁছে গেল সারা দেশে

 

কিন্তু পড়াশোনার কারণে দীর্ঘ সময় অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন এর মাঝে বহুবার বহু গুঞ্জন ছড়িয়েছে তার অভিনয়ে ফিরে আসা নিয়ে শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে ফিরে আসার খবরও প্রকাশ হয়েছে কিন্তু মেয়ের হয়ে অভিনেতা সুব্রত সেসব খবরকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন এবার আর তেমনটি করলেন না নিজেই জানালেন আনন্দের খবর, ‘হ্যাঁ এবার সত্যি নায়িকা হিসেবে কাজ করছে দীঘি সবার দোয়া চাই আমার মেয়ের জন্য

 

দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি ছবিগুলোর নাম - ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাইধামাকা দুটি ছবিতেই নায়ক শান্ত খানের বিপরীতে দেখা যাবে দিঘীকে

ইতিমধ্যেটুঙ্গিপাড়ার মিয়া ভাইছবির শুটিংও শুরু হয়েছে বলে এফডিসি সূত্রে জানা গেছে

 

প্রথম নায়িকা চরিত্রে অভিনয় প্রসঙ্গে দীঘি বলেন, আমি কোন ছবি করব আর কোনটা ফিরিয়ে দেব তার তার সিদ্ধান্ত নিতেন মা। মা বেঁচে নেই। এখন আমার সব সিদ্ধান্ত নেন বাবা। বাবার ইচ্ছাতেই ছবি দুটোতে কাজ করছি

 

মিডিয়ার কর্ণধার সেলিম খান তার ভাষ্য, ‘দীঘি খুবই জনপ্রিয় একটা নাম আমাদের সিনেমায় ওর অভিনয় ছেলে-বুড়ো সবাই পছন্দ করে আমার বিশ্বাস নায়িকা দীঘিকেও সবাই পছন্দ করবে