মীরাক্কেলের তিন বিচারকই বাদ, নতুন আসছেন যারা

মীরাক্কেলের তিন বিচারকই বাদ, নতুন আসছেন যারা

মীরাক্কেল-আক্কেল চ্যালেঞ্জার ভারতীয় বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো।ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও তুমুল জনপ্রিয় অনুষ্ঠানটি

 

এখানে মীর আফসার আলী খানের উপস্থাপনায় পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্তসহ বিচারক হিসেবে প্রায় দশ বছর ধরে দেখা গেছে শ্রীলেখা মিত্রকে তবে আসছে সিজন থেকে শ্রীলেখা মিত্রকে বাদ দেয়া হয়েছে। অভিনেত্রী নিজেই সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে কথা জানিয়েছেন। তখন থেকেই চলছিলো আলোচনা শ্রীলেখার স্থলাভিষিক্ত হবেন কে? অবশেষে জানা গেল তিনি আর কেউ নন, কলকাতার দুর্দান্ত অভিনেত্রী পাওলি দামকে দেখা যাবে

 

শুধু তাই নয়, আভাস পাওয়া গেছে শ্রীলেখার পাশাপাশি বাকি পুরনো দুই বিচারক পরাণ বন্দ্যোপাধ্যায় রজতাভ দত্তকেও বদলে ফেলেছে জি বাংলা। তাদের জায়গায় নতুন করে আসবেন রুদ্রনীল ঘোষ সোহম চক্রবর্তী এবার নতুন বিচারক নিয়ে শোটি কতোটা দর্শকপ্রিয় হতে পারে সেটাই দেখার বিষয়