একের পর এক নাটকে অভিনয় করছেন অভিনেত্রী নাদিয়া আহমেদ। গত ৪ জুন থেকে আবারো অভিনয়ে নিয়মিত হয়ে উঠেছেন তিনি। এরইমধ্যে নাদিয়া নতুন সাতটি ধারাবাহিকে কাজ করছেন।
ইতোমধ্যে চারটি নাটকের শুটিং-এ অংশ নিয়েছেন। নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু হবে সেপ্টেম্বর থেকেই। বিটিভিতে আগামীকাল থেকে প্রচার শুরু হবে নিয়াজ মাহবুব পরিচালিত ‘সত্যপুরের নিত্যদিন’। প্রচার শুরু হবে অনন্য ইমনের ‘ফ্যামিলি ফ্যান্টাসি’ ধারাবাহিকটি।
শুটিং করেছেন কায়সার আহমেদ ও আল হাজেনের নির্দেশনায় ধারাবাহিক ‘গোলমাল’, তুষার খানের ‘সংকটে সংকট’, ইমরান হাওলাদারের ‘ভিলেজ হট্টগোল’, সাজিন আহমেদ বাবুর ‘কর্পোরেট ভালোবাসা’। আগামী মাস থেকে ফরিদুল হাসানের নির্দেশনায় ‘বাহানা’ ধারাবাহিকের কাজ শুরু করবেন।
ধারাবাহিকগুলোতে অভিনয় প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, ‘সত্যি বলতে কী লকডাউনের পর কাজ শুরু করেছি ভীষণ আতঙ্ক নিয়ে। আলহামদুলিল্লাহ, এখনো সুস্থ আছি ভালো আছি এবং ভালোভাবে কাজগুলো করতে পারছি। আমি চাই, শিগগিরই পৃথিবী আবার স্বাভাবিক হয়ে উঠুক। আমার কাছে এরইমধ্যে অনেক ধারাবাহিক নাটকের কাজ করার প্রস্তাব এসেছিলো। কিন্তু আমার যেসব গল্প ভালো লেগেছে এবং চরিত্রের ভিন্নতা আছে, সেসব ধারাবাহিকেই কাজ করছি। যে নাটকগুলোর কাজ করছি প্রত্যেকটিরই গল্প এবং আমার চরিত্র নিয়ে আমি সন্তুষ্ট। আমি অবশ্যই নির্মাতাদের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার অভিনয়ে আস্থা রাখছেন। অবশ্যই দর্শকের প্রতি কৃতজ্ঞ যে তারা নিয়মিত আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন।