জাতীয় দলের ক্রিকেটার, হাই পারফরম্যান্স (এইচপি) দলের খেলোয়াড় এবং তাদের সাপোর্টিং স্টাফদের কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ করা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন শ্রীলংকা সফরের জন্য ১৮ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্পের আগে ও লংকানদের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আরও দু’বার খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হবে।
শ্রীলংকার উদ্দেশ্যে আগামী ২৭ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় দল ও এইচপি দল। প্রথম পর্বে ক্রিকেটারদের নমুনা নিজ-নিজ বাসা থেকেই সংগ্রহ করা হয়েছে। সম্প্রতি তিনজন সাপোর্টিং স্টাফ করোনা আক্রান্ত হওয়ায়, ক্রিকেটারদের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু করে বিসিবি।
বিসিবির প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরি বলেন, ‘যারা এখানে অনুশীলনের জন্য এসেছে, তাদের পরীক্ষা করা হবে। কারন দেখা যাচ্ছে, এটি ছড়িয়ে পড়ছে। যেহেতু জাতীয় দল ও এইচপি দল শ্রীলংকা সফর করবে, তাই দু’দলের খেলোয়াড়দেরই করোনা পরীক্ষা করা হবে।’