বলিউডের সুপারস্টার টাইগার শ্রফ এবার গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের গাওয়া প্রথম গানের একটি মোশন পোস্টার শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন জ্যাকিপুত্র নিজেই।
ক্যাপশনে ৩০ বছর বয়সী এই তারকা লিখেছেন- “নিজের গাওয়া গানের তালে নাচার ইচ্ছে আমার অনেক আগে থেকেই ছিলো। কিন্তু কখনও সাহস করতে পারিনি। তবে নতুন কিছু আবিষ্কার করতে লকডাউনে অনেক সময় ব্যয় করেছি। আর এই অভিজ্ঞতা সত্যিই অবিশ্বাস্য। আপনাদের সঙ্গে এই অভিজ্ঞতাটি শিগগিরই শেয়ার করার জন্য মুখিয়ে রয়েছি। জলদি প্রকাশ হবে টিজার।”
টাইগারের গাওয়া গানটি লিখেছেন ডিজে মানে এবং অভিতেষ। পুনিত মালহোত্রার পরিচালনায় এর নৃত্যপরিচালনায় ছিলেন প্রকাশ। শিগগিরই প্রকাশ পাবে সম্পূর্ণ গানটি।
‘হিরোপান্তি’, ‘বাঘি’, ‘বাঘি টু’, ‘অ্যা ফ্লাইং জেট’, ‘মুন্না মাইকেল’, ‘ওয়ার’র মতো অসংখ্য ব্লকবাস্টার সিনেমা ভক্তদের উপহার দিয়েছেন টাইগার শ্রফ।