এলপিএল এর নিলামে নাম উঠেছে সাকিবের

এলপিএল এর নিলামে নাম উঠেছে সাকিবের

 

ক্রিকেটে ফেরার আগেই বিশ্বের অন্যতম অলরাউন্ডারকে নিয়ে বেশ আগ্রহ টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাই ফেরার আগেই লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামে নাম উঠেছে বাংলাদেশি তারকার

 

এবার প্রথম টি-টোয়েন্টি টুর্নামেন্ট হতে যাচ্ছে শ্রীলঙ্কায়। আগামী অক্টোবর হবে অভিষেক আসরের নিলাম। এর জন্য ১৫০ জন আন্তর্জাতিক ক্রিকেটারের তালিকা করেছে শ্রীলঙ্কা। যার মধ্যে আছেন সাকিবও। আছেন ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, শহিদ আফ্রিদির মতো তারকারাও শুরুর আসরে প্রতিটি দল ছয়জন করে বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে। স্থানীয় খেলোয়াড় নিতে পারবে ১৩ জন করে। সব মিলিয়ে মোট ১৯ জনের দল গড়বে প্রতিটি দল

 

টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা ছিল গত আগস্টে। কিন্তু করোনার কারণে পিছিয়ে আগামী ১৪ নভেম্বর মাঠে গড়াবে অভিষেক আসর। শুরুর আসরে তিন ভেন্যু ডাম্বুলা, পাল্লেকেলে হাম্বানটোটায় হবে মোট ২৩ ম্যাচ

 

ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার অভিযোগে দুই বছর নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। পরে তা কমে এক বছর হয়। অক্টোবরে তাঁর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। ক্রিকেটে ফিরতে মুখিয়ে আছেন তিনি। শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে এরই মধ্যে বিকেএসপিতে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের দ্বিতীয় টেস্টের দলে সুযোগ পেতে পারেন বিশ্বের অন্যতম এই অলরাউন্ডার