ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হতে এখনো এক সপ্তাহ বাকি। দুবাইতে ব্যাট-বলের লড়াই মাঠে গড়ানোর আগেই উচ্ছ্বসিত কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। কারণ, আইপিএল শুরুর আগেই আরেকটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শাহরুখের দল।
শাহরুখ খানের মালিকানাধীন ত্রিনবাগো নাইট রাইডার্স চতুর্থবারের মতো ক্যারিবীয় প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা ঘরে তুলেছে।
এবারের আসরের ফাইনালে গতকাল বৃহস্পতিবার সেন্ট লুসিয়াকে ৮ উইকেটে হারিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স।
নাইটদের জয়ের মুহূর্ত নিজের সঙ্গে ফ্রেমবন্দি করেছেন বলিউড সুপারস্টার। টিভির স্ক্রিন থেকে ব্রাভো-পোলার্ডদের সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন শাহরুখ। ক্যাপশনে লিখেছেন, ‘আমি টিকেআর। আমরাই শাসন করি। দারুণ খেললে তোমরা। তোমরা আমাদের গর্বিত করেছ। দর্শক ছাড়াই তোমরা পার্টি করো। তোমাদের জন্য ভালোবাসা।’
নভেল করোনাভাইরাসের কারণে এবারের সিপিএল দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হয়েছে। জৈব নিরাপদ পরিবেশে ত্রিনিদাদ ও টোব্যাগোর মাত্র দুটো ভেন্যুতেই এবারের লিগের আয়োজন করা হয়েছিল। পুরো আসরে দারুণ খেলেছে ত্রিনবাগো। টানা ১২ ম্যাচ অপরাজিত থেকে চ্যাম্পিয়নের মুকুট পরেছে শাহরুখের দল। সিপিএলে এমন রেকর্ড আর কোনো দলের নেই।