আবারো জুটি বাঁধছেন বরুন ও শ্রদ্ধা

আবারো জুটি বাঁধছেন বরুন ও শ্রদ্ধা

এবিসিডি- 'স্ট্রিট ড্যান্সার-সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন বরুণ ধাওয়ান শ্রদ্ধা কাপুর সিনেমা দুটি মুক্তির পর বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল সেই ধারাবাহিকতায় এবার নির্মাতা অমর কৌশিকের পরিচালনায় ফের জুটি বাঁধতে চলেছেন তারা দু'জন আর এই জুটির আগামী সিনেমার নাম 'ভেড়িয়া'
 
হরর-কমেডি ধাচের এই সিনেমাটি অনেকদিন ধরেই নির্মাণের পরিকল্পনা করে আসছিলেন পরিচালক অমর কৌশিক। তবে নানা কারণেই সিনেমাটি শুটিং ফ্লোরে গড়ায়নি। তবে এবার সবকিছু গুছিয়ে নিয়ে খুব শিগগিরই শুটিংয়ে যেতে যান তিনি

জানা গেছে, ভেড়িয়াতে অনেক আগেই বরুণ ধাওয়ানকে চূড়ান্ত করেছিলেন অমর কৌশিক। তবে সিনেমার নায়িকা হিসেবে শোনা গিয়েছিলো বেশ কয়েকজনের নাম। অবশেষে শ্রদ্ধা কাপুরকে চূড়ান্ত করেছেন নির্মাতা। ইতোমধ্যে সিনেমার ন্যারেশনও শুনেছেন তিনি।'

ম্যাডক ফিল্মসের ব্যানারে নির্মিত 'ভেড়িয়া' সিনেমাটি প্রযোজনা করছেন দীনেশ ভিজান। শোনা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই শুটিং শুরু করতে চাইছেন অমর কৌশিক।