এনসিবির দফতরে দীপিকা।

এনসিবির দফতরে দীপিকা।

মাদক মামলায় জেরার মুখোমুখি হতে মুম্বইয়ে এনসিবির দফতরে পৌঁছলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সুশান্ত সিংহ রাজপুতের হত্যার তদন্তে যে মাদক যোগ ধরা পড়ে, তাতে দীপিকার নামও উঠে এসেছে তার জন্য অভিনেত্রীকে সমন পাঠিয়েছিল এনসিবি দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশও  দিন ফের এনসিবির দফতরে পৌঁছেছেন দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে জল্পনা

 

দীপিকাকে মুম্বইয়ের কোলাবা অ্যাপালো বন্দরের এভলিন গেস্ট হাউসে এনসিবি- বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) দফতরে জেরা করা হচ্ছে। দিন সকালেই সেখানে পৌঁছে যান তিনি। দীপিকা উৎকণ্ঠায় ভোগেন বলে জেরার সময় স্বামী রণবীর সিংহ তাঁর সঙ্গে থাকতে চেয়েছেন বলে গতকাল শোনা গিয়েছিল। তবে এমন কোনও অনুরোধ তাঁদের কাছে এসে পৌঁছয়নি বলে জানিয় দেন তদন্তকারীরা। দিন একাই গেস্ট হাউস পৌঁছন দীপিকা। তাঁর সঙ্গে দেখা যায়নি রণবীরকে

 

ওই একই মামলায় দিন এনসিবির দফতরে হাজিরা দেওয়ার কথা অন্য দুই অভিনেত্রী সারা আলি খান এবং শ্রদ্ধা কপূরেরও। তাঁদের বাল্যার্ড এস্টেটে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। 

 

দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকেও দিন ফের জেরার জন্য ডেকে পাঠানো হয়। এর আগে, শুক্রবার টানা চার ঘণ্টা তাঁকে জেরা করেন তদন্তকারীরা। মাদক মামলায় নাম উঠে এসেছে আর এক অভিনেত্রী রাকুল প্রীত সিংহেরও। গাঁজা কেনা এবং তা সেবন নিয়ে হোয়াটঅ্যাপে তাঁর কথোপকথন তদন্তকারীদের হাতে এসেছে বলে জানা গিয়েছে। সেই নিয়ে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকেও

 

গত ১৪ জুন বান্দ্রার বাড়ি থেকে সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার তদন্ত চলাকালীন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে অভিনেতার মৃত্যুতে মাদক যোগ সামনে আসে।  জেরায় রিয়াই সারা এবং শ্রদ্ধার নাম ফাঁস করে দেন বলে খবর। যদিও রিয়ার আইনজীবী এই দাবি অস্বীকার করেছেন