বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একের পর এক বিস্ফোরক মস্তব্য করায় অনেকটা ঝামেলায় পড়তে হয়েছে তাকে। সিনেমা, রাজনীতি, সামাজিক বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে বছরজুড়ে আলোচনা থাকা এই অভিনেত্রীর বিরুদ্ধে এবার মামলা করা হচ্ছে।
ভারতের একটি আদালতের আদেশে তার বিরুদ্ধে মামলাটি হচ্ছে। এতে যেকোনো সময় গ্রেফতার হতে পারেন আলোচিত বলিউডের এ কুইন।
ভারতে নতুন কৃষি আইন নিয়ে বিরোধ চলছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এই আইনের বিরোধিতা করে ট্রাক্টর মিছিল করছেন। এই সময় সরকারের তৈরি এই কৃষি আইন নিয়ে একটি টুইট করেছেন কঙ্গনা রানাওয়াত। সেই টুইটে এই বিলের বিরোধিতা করে নিন্দা করেন কঙ্গনা। এবং কৃষকদের বিরুদ্ধে কথা বলেন। আর এতেই দেশের কৃষকদের অপমানের অভিযোগ ওঠে কঙ্গনার বিরুদ্ধে। শুধু তাই নয় কর্নাটকের কোর্ট কঙ্গনার বিরুদ্ধে এফআইআর করার আদেশ দিয়েছে এবং গ্রেফতার করার কথাও বলেছে।
যদিও তীব্র সব সমালোচনার মুখে পড়েই টুইটার হ্যান্ডেল থেকে টুইটটি মুছে দেন কঙ্গনা। তবে রেহাই পাচ্ছেন না তিনি।