বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তারা সুতারিয়া। ২০১৮ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবিটি দিয়ে অভিষেক করেছেন তিনি। বহুদিন ধরেই গুঞ্জন, এই নায়িকা প্রেম করছেন আদর জৈন নামে এক যুবকের সঙ্গে। নতুন খবর হল, ২০২১ সালে নাকি তারা বিয়েও করতে চলেছেন। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে এমন খবরই প্রকাশ করেছে।
কিন্তু এই আদর জৈন ছেলেটা কে? তিনি হলেন অভিনেতা ঋষি কাপুরের বোন রিমা জৈনের ছেলে। অর্থাৎ, অভিনেতা রণবীর কাপুরের ফুফাতো ভাই। আদর দেখতে খানিকটা রণবীরের মতোই। অনেকেই রণবীর আর আদরকে একঝলক দেখে গুলিয়ে ফেলেন। তবে তাদের উচ্চতায় বেশ পাথ্যর্ক। রণবীরের থেকে বেশ খাটো তার ফুফাতো ভাই।
আদরের বড় ভাই আরমান জৈন গত বছরই তার প্রেমিকা আনিশা মালহোত্রার সঙ্গে বাঁধা পড়েছেন। এবার পালা ছোট ভাইয়ের। বহুদিন ধরেই তিনি অভিনেত্রী কাম গায়িকা তারা সুতারিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। অবশেষে এ জুটি তাদের সেই সম্পর্কে সিলমোহর দিতে চলেছেন।