সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন কঙ্গনা

সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন কঙ্গনা

সরকার তাকে জোর করে জেলে ঢোকাতে চায় বলে অভিযোগ করেছেন কঙ্গনা রানাওয়াত। আজ শুক্রবার মুম্বাইয়ের আদালতে ফের একবার এই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরই এমন মন্তব্য করেন তিনি।

 

মুম্বাইয়ের এক আইনজীবী বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য করায় কঙ্গনার বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ দায়ের করেছিলেন। আইনের বিরুদ্ধেও বিতর্কিত মন্তব্য করার অভিযোগ রয়েছে কঙ্গনার বিরুদ্ধে।

 

উল্লেখ্য, মুম্বাই পুলিশ ইতোমধ্যেই কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তাকে ও তার বোন রঙ্গোলি চান্ডেলকে সমন পাঠানো হয়। গত সপ্তাহেই ১২তম ম্যাজিস্ট্রেট কোর্টে জয়দেও গুলে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

 

তিনি রায়ে লিখেছিলেন, 'এ সংক্রান্ত অভিযোগ ও সংশ্লিষ্ট নথিপত্র প্রাথমিকভাবে খতিয়ে দেখে আমার ধারণা, অভিযুক্তেরা অপরাধ করেছেন। তারা এ কাজে টুইটারের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছেন। তবে এ জন্য বিশেষজ্ঞদের সুগভীর তদন্ত প্রয়োজন।