১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবলের পাঁচ নম্বরে নেমে গিয়েছে শাহরুখ খানের দল। সোমবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ৮ উইকেটে হার। তাতে প্রীতি জিন্টার দলের সম্ভাবনা যেমন বেড়েছে, তেমনই ধাক্কা খেয়েছে শাহরুখ খানের নাইটদের অগ্রগতি। চিন্তিত কেকেআর সমর্থকেরাও।
এক ভক্ত শাহরুখকে টুইট করেছিলেন, ‘‘স্যর, কী মনে হয়, কলকাতা এ বার জিতবে? কেকেআর ক্রিকেট খেলছে না, সমর্থকদের আবেগ নিয়ে খেলছে।’’ উত্তরে ‘কিং খান’ লেখেন, ‘‘আরে, আমার কথাটাও তো ভাবো… মনের মধ্যে কী ঝড় চলছে!’’
পাঞ্জাবের বিরুদ্ধে ১৪৯-৯ করেছিল কেকেআর। শুভমন গিল (৫৭) রান পেয়েছেন। জবাবে ১৮.৫ ওভারে ১৫০-২ করে জেতে পঞ্জাব। ৫১ রান ক্রিস গেলের। অপরাজিত ৬৬ রান সদ্য পিতৃহারা মনদীপ সিংহের। বাবার মৃত্যুসংবাদ পেয়েও ভারতে ফেরেননি মনদীপ। যা দেখে মুগ্ধ বিরাট কোহালিও। যিনি নিজে পিতৃবিয়োগের পরেও দিল্লিকে রঞ্জিতে বাঁচিয়েছিলেন। নাইটদের এখন বাকি দুই ম্যাচে চেন্নাই ও রাজস্থানকে হারাতে হবে। তাঁদের চিন্তা দুর্বল নেট রানরেট। পঞ্জাব নেট রানরেটে এগিয়ে থাকায় চার নম্বরে উঠে এসেছে।