সম্প্রতি ভাইরাল হয়েছে চার বছর বয়সী এক শিশুর গাওয়া একটি গানের ভিডিও। চার বছর বয়সে ছোট্ট সেই শিশুটি কাভার করেছে ভারতের জনপ্রিয় সুরকার ও সংগীতশিল্পী এ আর রহমানের গাওয়া ‘মা তুঝে সালাম’ গানটি। https://www.youtube.com/watch?reload=9&v=XymTDCVHTos&feature=emb_title
ভারতের মিজোরামের বাসিন্দা চার বছর বয়সী ওই শিশুর নাম এস্থার নামতে। গত ২৫ অক্টোবর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন কাভার করা গানটি। এখনও পর্যন্ত সেটি দেখেছে প্রায় তিন লাখ মানুষ।
ভিডিওটির বর্ণনাতে এস্থার লিখেছে, “প্রিয় ভাই ও বোনেরা, আপনি গর্বিত হন যে আপনি একজন ভারতীয়। এটি ভালোবাসা, যত্ন এবং স্নেহের একটি দেশ। এর বিভিন্ন রূপ ভাষা, সংস্কৃতি ও জীবনযাত্রা সত্যিই সুন্দর... আসুন আমরা বৈচিত্র্য থাকা সত্ত্বেও আমাদের মাতৃভূমির জন্য এক হয়ে দাঁড়াই।”
এস্থারের গাওয়া সেই গানের ভিডিও টুইটারে শেয়ার করে তার প্রশংসা করেছেন মিজোরামের মূখ্যমন্ত্রী জোরামথাংগা।