আবারও জোভান-মেহজাবিন ‘বেস্ট ফ্রেন্ড’

আবারও জোভান-মেহজাবিন ‘বেস্ট ফ্রেন্ড’

 

বর্তমান সময়ের জনপ্রিয় দুই তারকা মেহজাবীন চৌধুরী ও ফারহান আহমেদ জোভান। ইতোমধ্যে তারা জুটি বেঁধে বেশ কয়েকটি দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। তার মধ্যে বেস্ট ফ্রেন্ড নাটকটি তাদের ক্যারিয়ারে বেশ সাফল্য যোগ করেছে। সেই গল্পের আবহে এবার নির্মিত হলো বেস্ট ফ্রেন্ড থ্রি

 

এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন প্রবীর রায় চৌধুরী। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জোভান ও মেহজাবিন। এই দুই তারকা ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আদর, শহীদ উন নবী প্রমুখ। সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে এটির দৃশ্যধারণ হয়েছে।

 

অভিনেতা জোভান বলেন, এর আগে প্রবীর দাদার পরিচালনায় বেস্ট ফ্রেন্ডবেস্ট ফ্রেন্ড টুতে অভিনয় করেছি। এবার বেস্ট ফ্রেন্ড থ্রিতেও কাজ করলাম। আগের দুটির মতো এই নাটকটি নিয়েও আমি বেশ উচ্ছ্বসিত। আমার বিশ্বাস, এটিও দর্শকের মনোযোগ কাড়তে সক্ষম হবে।

 

নির্মাতা প্রবীর রায় চৌধুরী জানিয়েছেন, জোভান-মেহজাবিন অভিনীত বেস্ট ফ্রেন্ড থ্রি নাটকটি খুব শিগগির বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে। পাশাপাশি প্রচার হবে সিডি চয়েজের ইউটিউব চ্যানেলেও।