দেশে ফিরেই বিতর্কের মুখে পড়েছেন সাকিব

দেশে ফিরেই বিতর্কের মুখে পড়েছেন সাকিব

সাকিব আল হাসান নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরছেন গত বৃহস্পতিবার মধ্যরাতে দেশে ফিরে বিমানবন্দরে ভক্ত-সমর্থকদের শুভাশীষ পেয়েছেন গণমাধ্যমকর্মীরাও অপেক্ষমাণ ছিল তার জন্য কিন্তু দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই শুক্রবার সকালে বাণিজ্যিক কার্যক্রমে হাজির হয়ে বিতর্কের মুখে পড়েছেন সাকিব গুলশানে একটি সুপার শপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি

 

যুক্তরাষ্ট্রের মতো করোনা বিস্তারকারী দেশ থেকে ফিরে কোয়ারেন্টাইনের নিয়ম না মেনে এবং করোনা পরীক্ষা ছাড়াই এমন জনাকীর্ণ অনুষ্ঠানে সাকিবের উপস্থিতি ব্যপক সমালোচিত হয়েছে করোনা মহামারীতে দেশের নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে জনসমাগমে উপস্থিত হওয়ায় সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন তিনি

 

তীব্র সমালোচনার মুখে শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন সাকিব বিসিবির মেডিক্যাল বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে

 

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সে তার করোনা পরীক্ষা সম্পন্ন করেছে আমরা দ্রুতই তার ফলাফল পাওয়ার ব্যাপারে আশাবাদী এবং নেগেটিভ প্রমাণিত হলে সে ফিটনেস টেস্টে অংশ নিবে

 

আগামী  নভেম্বর বঙ্গবন্ধু টি-২০ কাপের জন্য ফিটনেস টেস্টে অংশ নেয়ার কথা রয়েছে সাকিবের এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরবেন তিনি সাকিব ছাড়াও ফিটনেস টেস্টে অংশ নিবেন জাতীয় দলের বাইরে থাকা ১১২ ক্রিকেটার ফিটনেস টেস্ট উতরে গেলেই সবাই টুর্নামেন্টের ড্রাফটে নাম লেখাতে পারবেন