একসঙ্গে উড়াল দিলেন অজানা গন্তব্যে

একসঙ্গে উড়াল দিলেন অজানা গন্তব্যে

স্বল্প বিরতিতে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের দুই গেট দিয়ে ঢুকেছেন বলিউড তারকা দিশা পাটানি টাইগার শ্রফ। সাধারণ পোশাক, মুখে মাস্ক থাকলেও ঠিকই চিনে ফেলেছেন বিমানবন্দরে থাকা এই তারকাদের ভক্তরা। দুই গেট দিয়ে দুই সময়ে ঢুকলে কী হবে, তাঁদের গন্তব্য যে একই। লকডাউনেও ছিলেন এক ছাদের নিচে। এবার লকডাউন শেষেও একসঙ্গে উড়াল দিলেন অজানা গন্তব্যে, ঘুরে বেড়াতে।

 

দিশা আর টাইগারের প্রেম বলিউডেওপেন সিক্রেট তাঁরা একসঙ্গে নাচ শেখেন, জিমে যান, একসঙ্গে রাতের খাবারও খান। শুধু প্রেম করছেন কি না, এমন প্রশ্নের উত্তরে দুজনেই বলেন পুরোনো, ক্লিশে মুখস্ত উত্তর, ‘আমরা খুবই ভালো বন্ধু।

 

প্রেমের ব্যাপারে ইনস্টাগ্রাম লাইভে টাইগার শ্রফকে জিজ্ঞেস করা হলে একগাল হেসে উত্তর দিয়েছিলেন, ‘আমি তো দিশার সঙ্গে প্রেম করার যোগ্যই নই।অন্যদিকে ভারত সিনেমার প্রচারণার সময় এক সাংবাদিক দিশা পাটানিকে প্রশ্ন করেছিলেন এভাবে, ‘আপনারা যে প্রেম করছেন, তা দিনের আলোর মতো পরিষ্কার। আপনাদের দুজনকে ভক্তরা দারুণ পছন্দ করেন। স্বীকার করেন না কেন?’ উত্তরে দিশা বলেছিলেন, ‘আমি টাইগারের মন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু ওকে তো পটাতেই পারছি না। এই সিনেমায় আমার গান হিট করেছে। আমি দুর্দান্ত সব স্টান্ট করেছি। দেখি এইবার আমার প্রেমের ডাকে সাড়া দেয় কিনা। তবে একসঙ্গে ডিনারে গেলেই প্রেম হয়ে যায় না।

 

টাইগারকে শেষ দেখা গেছে বাঘি থ্রি সিনেমায়। আর দিশাকে মালাং ছবিতে। সম্প্রতি টাইগার গণপথ নামের একটা ফ্রাঞ্চাইজি সিনেমার ঘোষণা দিয়েছেন। এর প্রথম ছবির পোস্টার মুক্তি দিয়েই প্রেমিকার সঙ্গে অজানা গন্তব্যে উড়াল দিলেন তিনি।