পাকিস্তানি ছেলের প্রেমে পড়ে বিপাকে কিয়ারা

পাকিস্তানি ছেলের প্রেমে পড়ে বিপাকে কিয়ারা

ফুগলিছবির মধ্য দিয়ে ২০১৪ সালে চলচ্চিত্র দুনিয়ায় পা রেখেছেন তিনি। প্রথম ছবিতেই বাজিমাত করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এক এক করে উপহার দিয়েছেনএমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘কবির সিং’, ‘গুড নিউজলক্ষ্মী মতো ব্লকবাস্টার ছবি।

 

ভুল করে ভালোবেসে ফেলেন পাকিস্তানের এক যুবককে! তারপর থেকেই সামনে আসতে শুরু করে একের পর এক বিপত্তি। পাকিস্তানি যুবককে ভালোবেসে শেষ পর্যন্ত কী করবেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবাণী!

 

আসল ঘটনা হলো- সোমবার প্রকাশ্যে আসে কিয়ারা আদবাণীর নতুন ছবি 'ইন্দু কি যাওয়ানি'- ট্রেলার। যেখানে ইন্দিরা গুপ্তা নামে এক তরুণীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে কিয়ারাকে। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন আদিত্য শীল। অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে জীবনসঙ্গী পছন্দ করতে গিয়ে ইন্দিরা ওরফে ইন্দুকে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়, তাই দেখানো হয় ইন্দু কি যাওয়ানি- ট্রেলারে।