সংলাপ ও সিকোয়েন্স চুরির অভিযোগ: এক্সচেঞ্জ

সংলাপ ও সিকোয়েন্স চুরির অভিযোগ: এক্সচেঞ্জ

এক্সচেঞ্জনাটকটির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। জিয়াউল ফারুক অপূর্ব-সাবিলা নূর অভিনীত মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান।এক্সচেঞ্জনাটকটির বিরুদ্ধে আইডিয়া সিকোয়েন্স চুরির অভিযোগ করেছেন আরেক নির্মাতা শামীম রানা।

 

ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত নাটকটিতেসাকিবচরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। ফেসবুকে শামীম রানা লিখেছেন, ২০১৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নরমাল ডিএসএলআর ক্যামেরা দিয়ে কেমন বিচারনামে একটি ছোট গল্প বানিয়েছিলাম আমি। তখন এটি বেশ আলোচিতও হয়েছিল। সেই শর্টফিল্মের হিরোর নাম থেকে শুরু করে, কিছু সংলাপ এবং সবগুলা সিকুয়েন্স রয়েছেএক্সচেঞ্জনাটকে। জিরো বাজেটের গল্পে আমি এসিড নিক্ষেপ দেখিয়েছিলাম এখানেও তা দেখানো হয়েছে। মিনিটের গল্পকে সুন্দর করে ৪৫ মিনিট এবং ভালো শিল্পী, বাজেট এবং ভালো পরিচালকের নির্মাণ; এই যা পার্থক্য।

 

বিষয়েএক্সচেঞ্জনাটকের পরিচালক রুবেল হাসান জানান, কাকতালীয়ভাবে হয়তো মিলে যেতেই পারে। আমার লেখক চাইলে চতুরতা দেখাতে পারতেন। হিরোর নাম বদল করেও দিতে পারতেন। এটি নিয়ে আসলে এখন কিছু বলার নেই।