ভারতের জনপ্রিয় কমেডিয়ানদের মধ্যে অন্যতম ভারতী সিং। যখন যেখানেই যায় নিজের কমেডি দিয়ে সকলকে হাসি উল্লাসে মাতিয়ে রাখেন ভারতী। কিন্তু এই ‘কমেডি কুইন’কে নাকি 'দ্য কপিল শর্মা' শো থেকে বাদ দেওয়া হচ্ছে!
বলিউডের মাদককাণ্ডে ক'দিন আগে গ্রেফতার করা হয়েছিলো ভারতী সিং ও তার স্বামী হার্ষ লিম্বাচিয়াকে। বর্তমানে জামিনে ছাড়া পেয়েছেন তারা। এ কারণেই ভারতীকে শো থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সনি এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষ।
তবে এই সিদ্ধান্তে খুশি নন শোয়ের সঞ্চালক কমেডিয়ান কপিল শর্মা। মাদককাণ্ডের বিষয়টিকে নিয়ে তিনি ভারতীকে বিচার করতে চান না। ভারতীকে বাদ দেওয়ার বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, অনুষ্ঠান নিয়ে কোনো বিতর্ক চান না চ্যানেল কর্তৃপক্ষ।
তাই তাকে শো থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তাদের মতে, এই অনুষ্ঠানটি একটি ফ্যামিলি শো তাই তারা কোনো বিতর্ক চান না।
কিন্তু এই ভারতী ‘দ্য কপিল শর্মা শো’কে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিলো। ২০১৮ সালে যখন কপিল শর্মা অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তার পাশে এসে দাঁড়িয়েছিলেন ভারতী সিং।