ওটিটি সিরিজে তানজিন তিশার অভিষেক

ওটিটি সিরিজে তানজিন তিশার অভিষেক

নিজের সৌন্দর্য নিয়ে দুর্ভাগ্যের শিকার এক মেয়ের গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের সিরিজে অভিষেক হচ্ছে তানজিন তিশার শিকলনামের ওয়েব সিরিজটির চিত্রনাট্য নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার।

 

থ্রিলার নাটকীয়তায় ভরা এই ওয়েব সিরিজটি আগামী ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে রেড ডিজিটালের ওটিটি প্ল্যাটফর্ম বিনজ-এর পর্দায় দেখা যাবে।


নির্মাতা জানান, নন্দিনী নামের এক মেয়ের সংগ্রাম, প্রেম, প্রলোভন দুর্ভাগ্য নিয়ে এই সিরিজটি সাজানো হয়েছে। যেখানে নানারকম নেতিবাচক ঘটনার কারণে একসময় নিজের সৌন্দর্যকেই শত্রু মনে করে মেয়েটি।


এর মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা, আছেন শতাব্দী ওয়াদুদসহ অনেকেই। প্রায় ১৪৫ মিনিটের এই ওয়েব সিরিজটি প্রযোজনা করেছেন মুশফিকুর রহমান মঞ্জু। সিরিজটি ১৩ বছরের ওপরে সব বয়সীরাই দেখতে পারবেন।


রেড ডিজিটালের পরিচালক আরমান আহমেদ সিদ্দিকী বলেন, ‘সমাজের নানা অনিয়ম, দুর্নীতি আর নির্যাতনের ঘটনাগুলোই এতে তুলে ধরার চেষ্টা করছি আমরা। এতে বিনোদনের পাশাপাশি সামাজিক পারিবারিক নানা সমস্যার বিষয়ে জনসচেতনতাও তৈরি হবে বলে আমাদের বিশ্বাস।


ওয়েব সিরিজটি ছোট বড় স্ক্রিনে (স্মার্ট টিভি এবং অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট) দেখা যাবে