রাশিয়া অবরুদ্ধ মারিউপোল শহরে নিয়োজিত ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের জন্য সময় বেঁধে দিয়েছে । বিবিসির খবরে বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে যেসব সেনা আত্মসমর্পণ করবেন, তাঁদের জীবিত অবস্থায় সরে যাওয়ার সুযোগ দেবে মস্কো।ইউক্রেনের পূর্ব দিকে রুশপন্থী অধ্যুষিত অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্কের মাঝে মারিউপোলের অবস্থান, এর দক্ষিণে ক্রিমিয়া। এ শহর কৌশলগতভাবে রাশিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে শহরটি রুশ সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেনীয় সেনাদের সঙ্গে তাঁদের লড়াই অব্যাহত রয়েছে। রয়টার্স বলছে, ইউক্রেনীয় সেনাদের স্থানীয় সময় সকাল ১০টার মধ্যে আজভস্তাল স্টিল কারখানা ছাড়তে হবে।
স্থানীয় সময় গতকাল শনিবার রাতে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের জন্য সময় বেঁধে দেয় মস্কো। স্থানীয় সময় আজ রোববার সকাল ছয়টা থেকে শুরু করে পরবর্তী কয়েক ঘণ্টা পর্যন্ত সময় পাবেন ইউক্রেনীয় সেনারা। রুশ বাহিনী বলেছে, আজভস্তাল স্টিল কারখানা এলাকায় ইউক্রেনীয় সেনারা যে শক্ত ঘাঁটি গড়ে তুলেছেন, সেখান থেকে তাঁদের সরে যাওয়ার সুযোগ দেওয়া হবে। তবে এর আগে তাঁদের অস্ত্র ও গোলাবারুদ সমর্পণ করতে হবে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যাঁরা শর্ত মেনে নেবেন, তাঁদের সঙ্গে যুদ্ধবন্দীসংক্রান্ত জেনেভা সনদের সঙ্গে সংগতিপূর্ণ আচরণ করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনীয় বাহিনীকে লক্ষ্য করে রাতভর প্রতি ৩০ মিনিট অন্তর চুক্তির বিস্তারিত শর্ত প্রচার করছে রুশ বাহিনী।
ইউক্রেনীয় বাহিনী যদি সে প্রস্তাব গ্রহণ করে তবে স্টিল কারখানা এলাকায় রুশ বাহিনী লাল পতাকা ওড়াবে। আর ইউক্রেনীয় সেনারা ওড়াবে সাদা পতাকা।
তাদের দাবি ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের অবরুদ্ধ শহর মারিউপোলে এক হাজারের বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছেন।