আমেরিকার সিয়াটোল থেকে পোর্টল্যান্ড যাওয়ার পথে টাকোমো শহরে ট্রেন লাইনচ্যুত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কম করে 25 জন। এদিনই প্রথম যাত্রা শুরু করে ট্রেনটি। একটি ওভারপাসের উপর দিয়ে যাওয়ার সময় 14টি কামরার 13টি ছিটকে পড়ে। ওভারপাস থেকে রাস্তায় ট্রেনটি ছিটকে পড়ায় পথ চলতি কিছু যাত্রী আহত হয়। আমট্রাক নামে একটি বেসরকারি সংস্থার এই ট্রেন। তারা আপাতত কাঠগড়ায়।