অস্ত্রোপচার করার সময় দুই রোগীর লিভারে নিজের নামের প্রথম অক্ষর লিখে দিলেন ব্রিটেনের এক শল্য চিকিৎসক। চিকিৎসকের নাম সাইমন ব্রামহল। তাঁর বিরুদ্ধে রোগীদের শারীরিক ক্ষতি করার অভিযোগ আনা না হলেও, রোগীদের শরীরে বেআইনিভাবে আঘাত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
আইনজীবী টনি ব্যাডনখ জানিয়েছেন, বার্মিংহ্যামের কুইন এলিজাবেথ হাসপাতালে এই কাণ্ড ঘটিয়েছেন ওই চিকিৎসক। এটা অত্যন্ত জটিল ও অস্বাভাবিক মামলা। সহকর্মীদের সামনেই রোগীদের লিভারে নিজের নামের অদ্যাক্ষর লিখেছেন সাইমন। তিনি একাধিকবার এই কাজ করেছেন। তিনি নামী চিকিৎসক। যে কাজ করেছেন, সেটা করার জন্য মনঃসংযোগ ও দক্ষতা প্রয়োজন। কিন্তু সংজ্ঞাহীন অবস্থায় রোগীদের উপর অন্যায়ভাবে বলপ্রয়োগ করা হয়েছে। এটা আইনত অপরাধ নয়, কিন্তু নীতিগতভাবে অনুচিত। সাইমন রোগীদের বিশ্বাসভঙ্গ করেছেন।
ঘটনায় সাইমন ব্রামহল নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন। রোগীদের শরীরে বেআইনিভাবে আঘাত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তিনি আপাতত জামিনে মুক্ত। 12 জানুয়ারি সাজা ঘোষণা করবে আদালত।