রবিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে রাজধানীর এফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন 'আখেরী হামলা' খ্যাত অভিনেতা সানী।অভিনেতা ওমর সানী অভিযোগ দিয়েছেন যে জায়েদ খান চার মাস ধরে তাঁর স্ত্রী মৌসুমীকে জায়েদ খান বিরক্ত করে আসছে। এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা পরই ওমর সানীর অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করলেন মৌসুমী।
জায়েদের বিরুদ্ধে অভিযোগ একেবারে ভিত্তিহীন বলেও প্রকাশ পেল মৌসুমীর কথা। তিনি জায়েদকে স্নেহ করেন, জায়েদও তাঁকে সম্মান করেন এমনটাই জানালেন কেয়ামত থেকে কেয়ামত খ্যাত অভিনেত্রী মৌসুমী।
শুধু তাই নয় ওমর সানীর আচরণে বিরক্তও মৌসুমী প্রকাশ করলেন মৌসুমী। সোমবার সকালে এক অডিও বার্তায় মৌসুমী বলেন, 'আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি, সে আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু সম্পর্ক সেটুকু কাজের রিলেশন এবং খুবই ভালো রিলেশন। সেখানে আমাকে ওর অসম্মান করার প্রশ্নই ওঠে না। '
মৌসুমী বলেন, জায়েদের গুণ ছাড়া কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করতে পারে এই ধরনের কোন মন মানসিকতা জায়েদের মধ্যে আমি দেখিনি।এটা শুধু ভুলবুঝাবুঝি মাএ।