অভিনেতা জায়েদ খানের নামে চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দিলেন ওমর সানী। ঢালিউডের এই অভিনেতা তাঁর অভিযোগে উল্লেখ করেন, চার মাস ধরে তাঁদের সুখের সংসার ভাঙার চেষ্টা করছেন জায়েদ খান। বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে অভিনেত্রী মৌসুমীকে নানাভাবে হয়রানি ও বিরক্ত করে আসছেন জায়েদ।ওমর সানী অভিযোগের বিষয়ের ঘরে লেখেন, ‘জায়েদ খান দ্বারা আমার সংসার ভাঙা এবং আমাকে পিস্তল বের করে মেরে ফেলার হুমকি প্রসঙ্গে অভিযোগ। রবিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে রাজধানীর এফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন 'আখেরী হামলা' খ্যাত অভিনেতা সানী।এমন অভিযোগ প্রসঙ্গে জায়েদ খান বললেন, ‘পুরো ঘটনাটাই মিথ্যা ও বানোয়াট। এই ব্যাপারে মৌসুমী আপার সঙ্গে কথা বললেই সব জানতে পারবেন।’
জায়েদ খানকে বিষয়টি বারবার বোঝানোর চেষ্টা করেছেন ওমর সানী। অভিযোগপত্রে এমনটাই উল্লেখ করে বলেন, ‘এ ব্যাপারে তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বারবার বোঝানোর চেষ্টা করেছি। তার প্রমাণ আমার এবং আমার ছেলের কাছেও আছে। তাছাড়া মুরুব্বি হিসেবে আমি ডিপজল ভাইয়ের কাছে এ বিষয়ে অভিযোগ করেছি। কিন্তু ওই বিষয়ের কোনো সমাধান হয়নি। ’
এর আগে জায়েদকে চড় মেরেছেন এমন বক্তব্য গণমাধ্যমে দিলেও অভিযোগপত্রে তা উল্লেখ করেননি। তবে তাঁকে পিস্তল দেখিয়ে মারতে চেয়েছিলেন জায়েদ- সে বিষয়টি এনে ওমর সানী বলেন, ডিপজল ভাইয়ের ছেলের বিয়েতে জায়েদ খানের সাথে দেখা হলে এ বিষয়ে সংযত হওয়ার জন্য আমি অনুরোধ করি। এতে সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হঠাৎ করে তার পিস্তল বের করে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। ’
জায়েদ খানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়ে শিল্পী সমিতির উদ্দেশে সানী বলেন, ‘আমি মনে করি এমন একজন পিস্তলধারী সন্ত্রাসী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য থাকতে পারে না। পরে তিনি অভিযোগ করে যথাযথ আইনি ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতিকে অনুরোধ করেন।