ব্যালন ডি’অর জিতবেন কে? ভিনিসিয়ুস জুনিয়র, নাকি রদ্রি

ব্যালন ডি’অর জিতবেন কে?  ভিনিসিয়ুস জুনিয়র, নাকি রদ্রি

৬৮তম বারের মতো ব্যালন ডি’অর তুলে দেওয়া হবে সেরা ফুটবলারকে। ফ্রান্সের রাজধানী প্যারিসের বাংলাদেশ সময় রাত একটায় জমকালো অনুষ্ঠান এর মাধ্যমে ঘোষণা করা হবে এ বছরের ব্যালন ডি’অরজয়ীর নাম। রদ্রি, জুড বেলিংহাম, ভিনিসিয়ুস জুনিয়র, এমবাপ্পেসহ সংক্ষিপ্ত তালিকায় আরো আছেন ৩০ জন । ফুটবল–বিশ্বে এখন হয়তো সবচেয়ে বড় প্রশ্ন - কে জিতবেন এবারের ব্যালন ডি’অর !

৩০ জনের সবাই পুরস্কার জিতার লাড়াই এ এগিয়ে না থাকলেও আছে বড় বড় কিছু নাম । রিয়াল মাদ্রিদ তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম, জার্মান তারকা টনি ক্রুস ,স্পেনের দানি কারবাহাল, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, বার্সেলোনার তরুণ তুর্কি লামিনে ইয়ামাল, ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হলান্ডের মতো বড় ফুটবলার।

বিভিন্ন সংবাদমাধ্যমের হিসাব আর বিশ্বজোড়া ফুটবল বিশ্লেষকদের বিশ্লেষণ বলছে, এবারের ব্যালন ডি’অর জয়ে মূল লড়াইটা হবে ভিনিসিয়ুস ও রদ্রির মধ্যে। দুই জন দুই ধরনের প্লেয়ার এবং মাঠে দুজনের ভূমিকাও দুই রকম। ভিনিসিয়ুস ফরোয়ার্ড আর রদ্রি ডিফেন্সিভ মিডফিল্ডার।

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেন,
"ভিনিসিয়ুসই ব্যালন ডি’অর জিতবে। এটা ও ৩ গোল করেছে বলে বলছি না। এটা বলছি, কারণ ও অনন্য। "

ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা বলেন ,
"রদ্রি পুরস্কারটি জিতলে আমরা খুব খুশি হব। পুরস্কার রদ্রির প্রাপ্য। কিন্তু আরেকজনেরও হয়তো এটা প্রাপ্য। হবে তো ভোটাভুটি।"

ব্রাজিল ও রিয়ালের হয়ে গত মৌসুমে ভিনিসিয়ুস সব মিলিয়ে ৪৯টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ২৬ টি , সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি। জিতেছেন —চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ মিলিয়ে তিনটি শিরোপা।

অন্যদিকে রদ্রি স্পেন ও ম্যানসিটির হয়ে সব মিলিয়ে ম্যাচ খেলেছেন ৬৩টি। ১২ গোল করার সাথে সহায়তা করেছেন ১৬ টি । জিতেছেন স্পেনের হয়ে ইউরো আর সিটির হয়ে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ মোট চারটি শিরোপা ।

নির্বাচিত ক্রীড়া সাংবাদিক, জাতীয় দলের কোচ ও অধিনায়কের ভোটে শেষ হারি কে হাসে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আজ রাত ১টা পর্যন্ত।

ভোটাভুটি বাংলাদেশ সময় রাত আজ ১টায় কার গলায় বিজয়ের মালা পরায়!