রিমিক্স করা গান নিয়ে কথা বলেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান

রিমিক্স করা গান নিয়ে কথা বলেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান

বিশ্বব্যাপী ট্রেন্ড চলছে পুরনো গান রিমিক্স করে নতুন আঙ্গিকে হাজির করার বলিউডে এই ট্রেন্ড এ সবার থেকে এগিয়ে । ৯০ দশকের সকল কালজয়ী গানকে নতুন করে শ্রোতাদের সামনে হাজির করছেন নতুন প্রজন্মের গায়ক-সুরকাররা। গান রিমিক্স করার বিষয়টি নিয়ে রীতিমতো নিজের ক্ষোভ উগরে দিলেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে গান রিমিক্স নিয়ে কথা বললেন এ আর রহমান। ৯০ দশকের শেষের দিক থেকেই শুরু হয়েছিল হিন্দি গান রিমিক্স করার ব্যাপারটি। কিন্তু বেশ কয়েক বছরে এটি নতুন একটি রূপ নিয়েছে। আগে তা-ও পুরনো গানের রিমিক্স করার ব্যাপার ছিল, কিন্তু এখন পাঁচ থেকে ছয় বছর আগের গানও রিমিক্স করে চালিয়ে দেওয়া হচ্ছে।

অস্কারজয়ী এ সুরকার আরো বলেন, এই পুনর্গঠিত গানগুলো ব্যবহার করা হচ্ছে আসল গায়ক বা সংগীত পরিচালকের অনুমতি ছাড়াই। পুরনো গান রিমিক্স করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সম্ভব কিন্তু বাণিজ্যিকভাবে কখনো এটি ব্যবহার করা উচিত নয়। ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপনি পোস্ট করার সময় অনুমতি না-ও চাইতে পারেন, কিন্তু যখন এটি নিয়ে আপনি ব্যবসা করছেন, তখন অনুমতিটা নেওয়া উচিত।

সংগীতে ‘এআই’ ব্যবহারের বিষয়টি নিয়ে এ আর রহমান বলেন, ‘এআই ব্যবহার করে যেসব সংগীতকে পুনরায় তৈরি করা হচ্ছে, তাতে কিন্তু সুরকারকে কোনো অর্থ প্রদান করা হচ্ছে না।

সুরকারের স্টাইল অক্ষুণ্ণ রেখেই শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে গানগুলো নতুনভাবে তৈরি করা হচ্ছে, যা কখনোই উচিত নয়।’