কিছু দিন আগেই সালমান খান এর ঘনিষ্ঠ বন্ধু ও রাজনৈতিক নেতা বাবা সিদ্দিককে হত্যা করা হয় । কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের টার্গেট সালমান খান। বন্ধুকে হত্যা করার পর থেকে সেই আতঙ্ক আরও বেড়েছে। হত্যার ভয়ে সালমান ঘড় বন্ধী হয়ে যান নি। কয়েক দিন আগেই করলেন সিংহাম এগেইন'র শুটিং । সাথে করছেন ইন্ডিয়ান রিয়ালিটি শো বিগ বস ।
কিন্তু আবার প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানকে। সাথে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বাবা সিদ্দিকের ছেলে জিশান সিদ্দিককেও। অজ্ঞাতপরিচয়ের তাঁদের কাছে দাবি করেছে টাকা।
১২ অক্টোবর এনসিপি নেতা এবং সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে ছেলে জিশানের অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয়েছিল।
নির্মল নগর পুলিশ স্টেশনে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হুমকির এ ঘটনার পর এফআইআর দায়ের করা হয়েছিল। নয়ডা ক্রাইম ব্রাঞ্চ অজ্ঞাত পরিচিয়ের সেই ব্যক্তিকে নয়ডা থেকে গ্রেপ্তার করেছে। ২০ বছর বয়সী সেই ব্যক্তির নাম গুরফান খান বলা হচ্ছে।
অনেকের মতে বাবা সিদ্দিককে হত্যা করেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই । লরেন্স বিষ্ণোই নিজে এই হত্যার দায় স্বীকার করেছেন। বিভিন্ন জনের মতে সালমান খানের সাথে গভীর বন্ধুত্বের কারণে প্রাণ হারাতে হয়েছে বাবা সিদ্দিককে।
তবে তাঁর ছেলে জিশান এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। জিশানের মতে, সম্পত্তিগত বিবাদের কারণে তাঁর বাবাকে প্রাণ হারাতে হয়েছে।
এত দিনের বেশি পার হয়ে গেলেও বাবা সিদ্দিকের মতো বন্ধুকে হারিয়ে ভেঙে পড়েছেন সালমান। নিয়মিত সিদ্দিক পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন তিনি । আর এ কথা জিশান জানিয়েছেন।
জিশান আরো জানিয়েছেন, সালমান ভাই আমাদের পাশে সব সময় আছেন আর আগামী দিনেও থাকবেন।