ব্যাটিং–স্বর্গ, মুহুর্তেই যেন মৃত্যুকূপ

ব্যাটিং–স্বর্গ, মুহুর্তেই যেন মৃত্যুকূপ

ব্যাটিং–স্বর্গ, মুহুর্তেই যেন মৃত্যুকূপ । প্রাই ১৫০ ওভার অন্য ভাবে বললে ২ দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটকে ‘ব্যাটিং–স্বর্গ’ বলেই মনে হচ্ছিল। কিন্তু শেষ বেলায় বাংলাদেশ ব্যাটিংয়ে আসতেই উইকেট যেন হয়ে উঠল মৃত্যুকূপ ।

৭ উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা, তাদের তিন ব্যাটসম্যান পেয়েছেন টেস্টে নিজেদের প্রথম সেঞ্চুরি। সেই উইকেটেই বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে ৪ উইকেটে ৩৮ রান করে। প্রায় দুই দিন দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়েই চলে যাওয়ার পরও ৫৩৭ রান পিছিয়ে থাকা বাংলাদেশের সামনে এখন ফলো অনের ফাঁদ, সঙ্গে তৃতীয় দিনেই হেরে যাওয়ার শঙ্কাও।

দিনের শুরুটা হয়েছিল তাইজুল ইসলামের আরেকটি ৫ উইকেট পাওয়ার উদ্‌যাপন দিয়ে। এর ফলে তাইজুল তার ১৪তম ৫ উইকেটের সাফল্য অর্জন করে । কিন্তু দিন শেষে হইতো ম্যাচটা ভুলে যেতে চাইবেন। যেখানে প্রায় দুই দিন দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়েই ৫৩৭ রানে তিন ব্যাটসম্যান পেয়েছেন টেস্টে নিজেদের প্রথম সেঞ্চুরি, অন্যদিকে সেই উইকেটেই বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে ৪ উইকেটে ৩৮ রান করে ।

কালকের প্রথম চ্যালেঞ্জ হবে ফলো অন এড়ানো। মুমিনুল হক আর অধিনায়ক নাজমুল হোসেন অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করে এলেও , পারবেন তো কাল ফলো অন এড়াতে ?