বক্স অফিসের লড়াইয়ে এগিয়ে কে

বক্স অফিসের লড়াইয়ে এগিয়ে কে

দেওয়ালি মানেই বলিউডে বড় তারকার বড় ছবি। এই উৎসবে একসঙ্গে মুক্তি পেয়েছে বলিউডের দুই প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ভুল ভুলাইয়া ৩’ এবং ‘সিংহাম এগেইন।’ দীর্ঘদিন ধরেই সিনেমা দুটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। যার প্রভাব দেখা গেল বক্স অফিস লড়াইয়ে। দুটি সিনেমাই বেশ দুর্দান্ত শুরু করেছে বক্স অফিসে।

গত শুক্রবার মুক্তি পেয়েছে রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ আর আনিস বাজমির ‘ভুল ভুলাইয়া ৩’।

ভারতের সিনেমা হলগুলোর মধ্যে ৬০ শতাংশ দখলে রেখেছিল ‘সিংহাম এগেইন’। আর বক্স অফিসে খাতা খুলেছে ৪৩ কোটি ৫০ লাখ রুপি দিয়ে। যা অজয়ের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’। দেশীয় বাজারে ছবির আয় ৩৫ কোটি ৫০ লাখ রুপি। আর এটাও কার্তিক আরিয়ানের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং পেয়েছে। অর্থাৎ টক্কর বেশ সেয়ানে সেয়ানে।

তবে এই হিসাব প্রথম দিনের। গতকাল শনিবার এ লড়াই আরও জমে উঠেছে। গতকালের হিসাবে যোগ করলে মুক্তির প্রথম দুই দিনে ‘সিংহাম এগেইন’ ছবিটির আয় ৮৮ কোটি ৪৪ লাখ রুপি। অন্যদিকে কার্তিক আরিয়ান অভিনীত আনিস বাজমির ‘ভুল ভুলাইয়া ৩’-এর আয় ৭৩ কোটি ৪৮ লাখ রুপি।

বক্স অফিসে ‘সিংহাম এগেইন’-এর সাফল্য অনুমেয় ছিল। রোহিত শেঠির ‘কপ ইউনিভার্স’-এর সবচেয়ে বড় সিনেমা বলা যায় একে। এর মাধ্যমে পর্দায় এক হয়েছেন অজয় দেবগন, অক্ষয় কুমার, রনবীর সিং, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুরসহ এক ঝাঁক তারকা। আর সবশেষে চমক হিসেবে রয়েছেন দাবাং’খ্যাত সালমান খান।

পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার জানিয়েছে, প্রথম দুই দিনে কলকাতা শহরের প্রেক্ষাগৃহগুলোতে দুটি ছবিই হাউসফুল ছিল। দীপাবলির ছুটিতে বেশ ভাল আয় করবে উভয় সিনেমা, এমনটাই ধারণা করছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা।

তবে দর্শকেরা পছন্দ করলেও সমালোচকদের সেভাবে মন ভরাতে পারেনি দুই ছবির কোনোটিই।