‘জওয়ান’ সিনেমার মত এই সিনেমা মুক্তির আগেও ২ মিনিটের একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছেন। পার্থক্য এই যে, ‘জওয়ান’ তিনি ছিলেন পরিচালক, আর এটিতে তিনি নিবেদক। বলছি দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার এর কথা। আর বরুণ ধওয়ান অভিনীত নতুন সিনেমাত্র নাম ‘বেবি জন’। এটি অ্যাটলির ‘থেরি’ ছবিটির রিমেক ।
আজ সোমবার নির্মাতারা ‘টিজ়ার প্রিভিউ’ হিসাবে একটি বিশেষ ঝলক প্রকাশ করেছেন। ছবিটিকে তৈরি করেছেন পরিচালক কালিস। সিনেমায় বরুণকে অ্যাকশন অবতারে দেখা যাবে । ‘টিজ়ার প্রিভিউ’ টিতে দেখা যাচ্ছে ধুন্ধুমার অ্যাকশন যা কাহিনির সূত্রের আকর্ষণ ধরে রেখেছে।
গত কয়েক বছরে বলিউড তারকারাও দক্ষিণী নির্মাতাদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। এই ছবির ঝলকে বলিউড কম, বরং দক্ষিণী প্রভাব বেশি। বরুণকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। পাশাপাশি রয়েছে বাবা এবং মেয়ের আবেগঘন কাহিনি। খল চরিত্রে আছেন জ্যাকি শ্রফ।
ছবির যে প্রিভিউ প্রকাশ্যে এসেছে,বরুণ এর ধুন্ধুমার অ্যাকশন এর সাথে আছে জ্যাকি শ্রফের রোমহর্ষক সংলাপ।
ছবির যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে বরুণের বেশ কয়েকটি লুক দেখা গিয়েছে । এখন জ্যাকির সঙ্গে তাঁর টক্কর জমে কি না। অন্য দশটা বলিউড দক্ষিণী গাঁটছড়া সিনেমার মত বরুণের বিপরীতে রয়েছেন কীর্তি সুরেশ। নায়ক বলিউডের এবং নায়িকা দক্ষিণী— এই ‘ফর্মুলা’ কত দিন চলে, সেটাও তর্কসাপেক্ষ।
লম্বা চুল এবং দাড়িতে বরুণের লুক এবং অ্যাকশন দেখে অনেকেই আবার হলিউড সিনেমা ‘জন উইক’ এর সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। অনেক সমালোচনার মধ্যেও বরুণের নতুন অবতার দর্শকের পছন্দ হয়েছে। চলতি মাসেই অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে বরুণ অভিনীত স্পাই ওয়েব সিরিজ় ‘সিটাডেল: হানি বানি’। পর পর দুইটি অ্যাকশনে সিনেমা দর্শককে কতটা আকৃষ্ট করতে পারে দেখা যাক।