দ্বিতীয় বারের জন্য হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প !

দ্বিতীয় বারের জন্য হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প !

হোয়াইট হাউসের দখল কার কাছে থাকবে? ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস?

ট্রাম্প নিজেকে বিজয় ঘোষণা করলেও এখনও প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোটে জয় পাননি তিনি।

আমেরিকার নির্বাচনে টোটাল ইলেকটোরাল কলেজ ভোট ৫৩৮ টি। জয়ী হতে প্রয়োজন ২৭০ টি ভোট। ২৭০টি ভোট থেকে তার তিনটি ভোট কম আছেন ট্রাম্প। কমালা হ্যারিস পেয়েছেন ২২৪টি ভোট।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণার পর কয়েকজন বিশ্বনেতা তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। এরই মধ্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে বলেছেন, ‘ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন।আপনার ঐতিহাসিক হোয়াইট হাউসে ফিরে আসা আমেরিকার জন্য একটি নতুন যাত্রা এবং ইসরায়েল ও আমেরিকার মহৎ অংশীদারিত্বের প্রতি শক্তিশালী প্রতিশ্রুতি।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আমার বন্ধুকে আন্তরিক অভিনন্দন আপনার ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য। আপনার পূর্ববর্তী মেয়াদের ওপর ভিত্তি করে আপনার এই সফলতা।’

তিনি বলেন, ‘ভারত-আমেরিকার বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারত্বকে আরো শক্তিশালী করতে সহযোগিতা নবায়নের জন্য উন্মুখ হয়ে আছি। আসুন এক সঙ্গে, আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করি।’

সাত ‘সুইং স্টেট’-সহ একাধিক প্রদেশে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে বড় ব্যবধানে হারিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে ভোট শেষ হওয়ার পর গণনা শুরু হতেই ধাক্কা খায় ডেমোক্র্যাটরা। প্রথম থেকেই পিছিয়ে পড়েন কমলা হ্যারিস।

চলতি বছরের মাঝামাঝি শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান বাইডেন। পরিবর্তে ডেমোক্র্যাট দলের তরফে প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচিত হন কমলা হ্যারিস। ভারতীয় বংশোদ্ভূত কমলা সে দেশের প্রথম অশ্বেতাঙ্গ ও মহিলা ভাইস প্রেসিডেন্ট। ভোটে জিতলে তিনিই দেশের প্রথম অশ্বেতাঙ্গ প্রেসিডেন্ট হতেন।