বার্সেলোনার খেলা মানেই গোল উৎসব। সর্বশেষ বুধবার রাতে রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে হারিয়েছে বার্সা। গত সপ্তাহে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের জালে ৪ গোল করে দিয়েছে বার্সা। সব ধরনের প্রতিযোগিতায় শেষ ৭ ম্যাচে ২৯ গোল করেছে বার্সা। এর মধ্যে ৫ গোল করেছে তিনবার।
এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে বার্সার গোল সংখ্যা ৫। লা লিগায় ১২ ম্যাচে ৪০ গোল, চ্যাম্পিয়নস লিগে ৪ ম্যাচে ১৫ গোল। বার্সার সর্বশেষ গোল–বন্যার এমন নজির দেখা গেছে ২০১৭ সালে, যখন মেসি ছিলেন।
কোচ হান্সি ফ্লিকে কি বার্সেলোনায় নতুন যুগ শুরু হয়েছে? থিয়েরি অঁরি অবশ্য তা মনে করেন না। ফরাসি কিংবদন্তির মতে, ফ্লিকের বার্সার ভিত গড়ে দিয়ে গেছেন সাবেক জাভি হার্নান্দেজ। লামিনে ইয়ামাল থেকে বার্সার বর্তমান দলটির বেশ কিছু খেলোয়াড়কে মূল দলে তুলে এনেছেন জাভি। দুই বছর ধরে সবাই একসঙ্গে খেলায় ছন্দ আসাই স্বাভাবিক। আর সেই ছন্দেই কুপোকাত হচ্ছে প্রতিপক্ষ।
গত রাতে রেড স্টার বেলগ্রেড এর সাথে অ্যাওয়ে ম্যাচে বার্সার গোল উৎসবের শুরু হয় ১৩ মিনিটে। ইনিগো মার্টিনেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্প্যানিশ লা লিগার ক্লাবটি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার ফ্রি-কিক থেকে দুর্দান্ত হেডে গোল করেন বার্সা ডিফেন্ডার। ২৭ মিনিটে সমতায় ফেরে স্বাগতিক সার্বিয়ার ক্লাব রেড স্টার।
তবে বিরতির আগে এবং পরেই স্বরূপে দেখা দিল হান্সি ফ্লিকের দল। ৪৩ ও ৫৩ মিনিটে গোল দুটি করেন পোল্যান্ড ফরোয়ার্ড। এতে বার্সা এগিয়ে যায় ৩-১ গোলে। তৃতীয় গোলের ২ মিনিট পর আবারও রেড স্টারের জাল কাঁপান রাফিনহা। এতে ব্যবধান দাঁড়ায় ৪-১। ৭৬ মিনিটে রেড স্টারের জালে পঞ্চমবারের মতো বল জমা করেন ফারমিন লোপেজ। এতে ৫-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।
পরে অবশ্য ৮৪ মিনিটে ফেলিসিও মিলসনের গোলে ব্যবধান ৫-২ করে রেড স্টাররা।
চলতি মৌসুমে সবচেয়ে অ্যাটাকিং খেলা বার্সার রাফিনহা ও লেওয়ানডস্কি ৫টি গোল করে এখন পর্যন্ত যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। মোনাকোর কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা বার্সেলোনা টানা তৃতীয় জয় তুলে পয়েন্ট তালিকার ছয় নম্বরে উঠে এসেছে। ৩৬ দলের মধ্যে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল।
তবে ইউরোপীয় প্রতিযোগিতায় আজকের রাতটা ভালো যায়নি পিএসজির। প্যারিসে আতলেতিকো মাদ্রিদের কাছে শেষ মুহূর্তের গোলে ২-১ গোলে হেরেছে ফরাসি চ্যাম্পিয়নরা। প্যারিসে আতলেতিকোর কাছে হেরে পয়েন্ট তালিকার ২৫ নম্বরে নেমে গেছে পিএসজি। চতুর্থ ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পাওয়া আতলেতিকো এখন ৩৬ দলের মধ্যে ২৩ নম্বরে।