হানিয়া আমির পাকিস্তানি অভিনেত্রী। পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদশে সমান তালে জনপ্রিয় তিনি। সদ্য সমাপ্ত হলো হানিয়া আমির ও ফাহাদ মুস্তাফা অভিনীত ‘কাভি মে কাভি তুম’।
এ বছরের সবচেয়ে আলোচিত পাকিস্তানি ধারাবাহিকের মধ্যে এটি একটি। সামাজিক মাধ্যমে চর্চার শেষ নেই হানিয়া আমির অভিনীত এই ড্রামে নিয়ে। ইউটিউবের কল্যাণে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দর্শকের মধ্যেও ধারাবাহিকটি সাড়া ফেলেছে। দম্পতি চরিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন ফাহাদ মুস্তাফা ও হানিয়া।
ইউটিউব চ্যানেল এআরআই গত ৫ নভেম্বরের ধারাবাহিকটির শেষ পর্ব প্রচারিত হয়েছে। দুই দিনের ব্যবধানে শেষ পর্বটি ইউটিউবে ২৫ মিলিয়ন বেশিবার দেখা হয়েছে ড্রামাটি।
বেকার এক তরুণ থেকে উদ্যোক্তা হয়ে ওঠা ও স্ত্রীর পাশে থাকার গল্প নিয়ে নির্মিত ধারাবাহিকটি। ২ জুলাই প্রচার শুরু হবার পর থেকেই দর্শকের নজর কেড়েছে।
অনেকের মতে এটি পাকিস্তানের সেরা ধারাবাহিকের একটি। দর্শকরা শেষ পর্ব দেখে কান্না ধরে রাখতে পারিনি। ধারাবাহিকের ‘হ্যাপি এন্ডিং’ নিয়ে অনেকে প্রশংসা করেছেন। আবার অনেকে বলেছেন ৩৪ পর্বের ড্রামাটির শেষটা খুব তাড়াহুড়া করে হলো। আরও ডিটেইলে শেষ করতে পারত।