আকাশছোঁয়া পারিশ্রমিক সালমন খানের

আকাশছোঁয়া পারিশ্রমিক সালমন খানের

শুরু হয়ে গেছে ‘বিগ বস’ এর আরেকটি নিউ সিজন ‘বিগ বস ১৮’। ‘বিগ বস’ মানেই সালমান খান। ‘বিগ বস’ সালমান খান ছাড়া যেন অসম্পূর্ণ। গেল ওটিটি ‘বিগ বস’ এ ছিলেন না সালমান খান। টেলিপর্দাতে টিআরপি হাতের মুঠোয় রাখতে কালার্স চ্যানেলের ‘বিগ বস’ সালমান ছাড়া অসম্পূর্ণ। অসম্ভব জনপ্রিয় রিয়ালিটি শো'তে প্রতি বছর সালমান খান এর পারিশ্রমিক নিয়ে থাকে নানান জল্পনা-কল্পনা । এই সিজনের জন্য নাকি নির্মাতাদের কাছে মোটা পারিশ্রমিক হাঁকিয়েছেন ভাইজান।

সালমন খানের পারিশ্রমিক শুনলে অবাক হতেই পারেন। কারণ অংশীদারী না থাকলে একটা সিনেমা থেকে বলিউডের কোনও তারকা এত মোটা টাকা পারিশ্রমিক পান না। এমনকি এই টাকায় তৈরি দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিতে বা বলিউডে সিনেমার সংখ্যাও হাতে গুনা। বলিউড এর সূত্রে খবর, ‘বিগ বস ১৮’-এর জন্য প্রতি মাসে ৬০ কোটি টাকা নেবেন সালমন খান। এবার ১৫ সপ্তাহের হিসেব কষে দেখলে এই সিজনে ভাইজানের মোট পারিশ্রমিক গিয়ে দাঁড়ায় ২৫০ কোটি টাকা। আর সিজন বৃদ্ধি পেলে এই অংকটা আরোও বেড়ে যাবে।

নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা’ সঞ্চালনা করার জন্য কপিল শর্মা ৬০ কোটি টাকা নিয়েছিলেন। অন্যদিকে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনা করার জন্য প্রায় সালমন খানের কাছাকাছি পারিশ্রমিক পান অমিতাভ বচ্চন।

জনপ্রিয়তা শীর্ষে থাকা রিয়ালিটি শো ‘বিগ বস ১৮’ এবার আছেন ভিভিয়ান দেসনা, ঈষা সিং, করণবীর মেহেরা,আবিনাস, শ্রুতিকা,চুম,রজত, নায়রা বন্দ্যোপাধ্যায়, মুসকান বামনে, এলিস কৌশিক , চাহাত পান্ডে, শিল্পা শিরোদকার-সহ অনেকে।