নতুন রূপে হাজির হলেন চিত্রনায়িকা শাবনূর। সামাজিক মাধ্যমে নতুন ছবি পোস্ট করে শাবনূর লিখেছেন,‘নতুন বাস্তবতাকে আলিঙ্গন করে হাসিমুখে সামনে এগিয়ে যাওয়া।’,জীবনে নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী। শাবনূরের ছবির প্রশংসা করেছেন তার ভক্তরা।
দীর্ঘ বিরতির পর গত বছর তিনটি চলচ্চিত্রে অভিনয়ের খবর দিয়ে ছিলেন ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। তন্মধ্যে আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ ও চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ অন্যতম। একটি ছবির কয়েক দিনের শুটিং করে অস্ট্রেলিয়ায় চলে যান তিনি। দেশটিতে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করেন । চলচ্চিত্রে অনিয়মিত হলেও তাকে নিয়ে ভক্তদের আগ্রহ মোটেও কমেনি। তার অভিনীত সিনেমার গানগুলো এখনো সর্বোচ্চ ভিউ অর্জন করে। চলচ্চিত্র ক্যারিয়ারে তিন দশক পূর্ণ হয়েছে তার।
নির্মাতা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে এ নায়িকার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তিনি একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। এছাড়াও প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর সঙ্গে গড়ে ওঠে জনপ্রিয় এক জুটি। যা এখনো দর্শকদের হৃদয়ে গেথে আছে।
তিনি দীর্ঘ ৩১ বছরের অভিনয় জীবনে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন । তন্মধ্যে ‘স্বপ্নের ঠিকানা’, ‘প্রেমের তাজমহল’, ‘আমার প্রাণের স্বামী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘ভালোবাসি তোমাকে’, ‘আনন্দ অশ্রু’, ‘বউ–শাশুড়ির যুদ্ধ’, ‘হৃদয়ের বন্ধন’ ও ‘মোল্লাবাড়ীর বউ’ অন্যতম।