জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী তার ক্যারিয়ার শুরু করেছিলেন ঈদের সিনেমা দিয়েই, এবং অভিষেকের পর থেকে প্রায় প্রতিটি ঈদে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পায়। চলতি বছরেও তার অভিনীত হাফ ডজন সিনেমা মুক্তির জন্য প্রস্তুত রয়েছে। এর মধ্যে দুটি সিনেমা ঈদুল ফিতরে মুক্তি পাবে, যেগুলোর নাম 'জংলি' এবং 'পিনিক'।
‘জংলি’ সিনেমাটি পরিচালনা করেছেন রাহিম এবং এতে নায়ক হিসেবে রয়েছেন সিয়াম আহমেদ। আর ‘পিনিক’ সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ জুয়েল, যেখানে বুবলীর নায়ক হিসেবে আছেন আদর আজাদ। গত বছরের কুরবানি ঈদে 'জংলি' সিনেমাটি মুক্তি দেওয়ার ঘোষণা হলেও, শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। তবে এবারের ঈদে সিনেমাটি মুক্তির মিছিলে যুক্ত হয়েছে। এছাড়া, 'পিনিক' সিনেমার শুটিং বুবলী গত বছরের শেষ দিকে শুরু করেন এবং বর্তমানে এর কাজ চলছে।
সম্প্রতি সিনেমার নির্মাতারা একটি পোস্টার শেয়ার করে ঈদে মুক্তির ঘোষণা দিয়েছেন, যেখানে খাঁচায় বন্দি অবস্থায় বুবলীকে দেখা গেছে। বুবলী নিজে বিশ্বাস করেন যে, তার দুটি সিনেমা ঈদে আলোচনায় থাকবে। 'জংলি' সিনেমার গল্পটি দারুণ এবং 'পিনিক' সিনেমার গল্পও ভিন্ন কিছু, যা দর্শকদের এক ধরনের ঘোরের মধ্যে নিয়ে যাবে। 'পিনিক'-এ তার চরিত্রটি এমন যা তিনি অনেকদিন ধরেই অভিনয় করতে চেয়েছিলেন।