হুমায়ূন স্ত্রী শাওনের স্ট্যাটাস

হুমায়ূন স্ত্রী শাওনের স্ট্যাটাস
বাংলাদেশ সরকার পুলিশ, র‍্যাব এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ২০ জানুয়ারি রাতে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন একটি স্ট্যাটাস দেন। শাওন তার পোস্টে উল্লেখ করেন, পোশাকের ডিজাইন কেমন হয়েছে বা এটি পরিবর্তন করা ছিল কি না, সে বিষয়ে তিনি আলোচনা করবেন না। তবে নতুন পোশাকের রং অন্য কোনো দেশের সঙ্গে মিলে গেছে কি না, বা এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, সে বিষয়ে তিনি চুপ থেকেছেন। শাওন আরো প্রশ্ন তুলেন, নতুন পোশাক তৈরিতে কত টাকা খরচ হবে এবং সেই খরচের টেন্ডারে রাজনৈতিক বা অন্যান্য প্রভাব খাটানো হবে কি না। তিনি মনে করেন, টেন্ডার যারা পাবেন, তারা কি আত্মীয়তা বা রাজনৈতিক কারণে এটি পেতে যাচ্ছেন। এর আগে, ১৭ জানুয়ারি, শাওন এবং তার বড় ছেলে নিষাদ হুমায়ূন সড়ক দুর্ঘটনায় আহত হন, যখন তারা নিউ মার্কেটে শপিং করতে গিয়েছিলেন।