নানা রূপে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন মিম

নানা রূপে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন মিম
ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সম্প্রতি জানান, নতুন সিনেমার শুটিং নিয়ে তিনি আপাতত ব্যস্ত নন, যদিও কিছু সিনেমার প্রস্তাব পেয়েছেন। তবে, বর্তমানে সিনেমার শুটিং না থাকলেও ঈদুল ফিতরের প্রস্তুতি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। ঈদের ড্রেস, বিজ্ঞাপন, প্রমোশন এবং বিভিন্ন হাউসগুলোর কাজ নিয়ে প্রতিদিন শুটিং করছেন মিম। তিনি বলেন, ঈদকে সামনে রেখে তার সময় পুরোপুরি ভরপুর হয়ে গেছে। মিম আরও জানান, সিনেমার কাজের চাপ না থাকলেও অলসভাবে বসে থাকার সময় নেই। বর্তমানে তাঁর অধিকাংশ শিডিউল ঈদকে কেন্দ্রিত কাজগুলোর জন্য ব্যস্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজগুলোর মধ্যেই কেটে যাচ্ছে তার দিন। এছাড়া ব্যস্ততার মধ্যে নিজেকে কিছুটা সময় দেওয়ারও সুযোগ পাচ্ছেন মিম। তিনি পছন্দের বই পড়া এবং সিনেমা দেখার মধ্যে সময় কাটাচ্ছেন। সম্প্রতি তিনি নেটফ্লিক্সে দেখেছেন "স্কুইড গেম"-এর পরবর্তী সিক্যুয়েল, যা তাকে বিশেষভাবে ভালো লেগেছে।