ফেসবুকে পরীমনির ক্ষোভ

ফেসবুকে পরীমনির ক্ষোভ
টাঙ্গাইলে একটি প্রসাধনপণ্যের শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমনির যাওয়ার কথা ছিল, তবে শেষ মুহূর্তে তিনি সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি জানিয়েছেন, বিরূপ পরিস্থিতির কারণে তার অনুষ্ঠানটি বাতিল হয়েছে এবং এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। পরীমনি অভিযোগ করেন, শিল্পীদের ওপর এত বাধা কেন দেওয়া হয় এবং এমন পরিস্থিতিতে তিনি নিজেকে নিরাপদবোধ করছেন না। টাঙ্গাইলের হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কর্মকর্তাদের পক্ষ থেকে পরীমনির অনুষ্ঠানে যাওয়ার বিরুদ্ধে একটি পোস্ট দেওয়া হয়েছিল। এতে বলা হয়েছিল, পরীমনিকে ওই অনুষ্ঠানে আসতে দেওয়া হবে না। এর পরেই এ বিষয়ে মুখ খোলেন পরীমনি, ফেসবুকে তিনি লিখেন, "শিল্পীদের এত বাধা কেন আসবে? আমি অনিরাপদবোধ করছি। এমন স্বাধীন দেশে আমরা কেন নিরাপদ নই?" ফেসবুকে দেওয়া এক পোস্টে পরীমনি উল্লেখ করেন, তিনি এবং অন্যান্য শিল্পীরা বিভিন্ন বাধার মুখে পড়ছেন। তিনি এও বলেন, "এ দেশে সিনেমা বা বিনোদন বন্ধ করে দেওয়া হোক, তাহলে আমরা বুঝতে পারব যে আমরা ইমোশনালি ব্যবহৃত হচ্ছি।" তার পোস্টে এক ঘণ্টার মধ্যে ৬০ হাজারের বেশি রিঅ্যাক্ট এসেছে এবং মন্তব্য জমা হয়েছে প্রায় ২৩ হাজার।