জার্মানির ৫৯ বছর বয়সী নাগরিক রুডিগার কোচ এক অসাধারণ বিশ্ব রেকর্ড গড়েছেন। তিনি টানা ১২০ দিন পানির নিচে থেকে নতুন রেকর্ড তৈরি করেছেন। পেশায় প্রকৌশলী রুডিগার পানামার পুয়ের্তো লিন্ডো এলাকায় ক্যারিবীয় সাগরের উপকূলে একটি ডুবো ক্যাপসুলে বসবাস করেছিলেন। এই সময়ে তিনি পানির নিচে নিজস্ব কাজকর্ম চালিয়ে গেছেন।
রুডিগার সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ মিটার (৩৬ ফুট) নিচে থাকলেও তিনি একেবারে একা ছিলেন না। তার ক্যাপসুলে বিভিন্ন আধুনিক সুবিধা ছিল, যেমন টেলিভিশন, কম্পিউটার, শয্যা, ব্যায়ামের সাইকেল, সৌরবিদ্যুৎ এবং স্যাটেলাইট ইন্টারনেট। এই কিছুর মাধ্যমেই তিনি সেখানে ১২০ দিন কাটিয়েছেন।
রুডিগার গত শনিবার সেই ক্যাপসুল থেকে বেরিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অধীনে বিশ্ব রেকর্ড গড়েন, যা পূর্বে মার্কিন নাগরিক জোসেফ দিতুরির ১০০ দিনের রেকর্ডকে ভেঙে দেয়। পানির নিচে তার এই সময় কাটানো অভিজ্ঞতা সম্পর্কে রুডিগার বলেন, "এটি ছিল দারুণ একটি অভিযান। শান্ত পরিবেশ এবং সমুদ্রের উজ্জ্বলতা উপভোগ করা এক বিশেষ অনুভূতি ছিল।"