প্রেমিকাকে হত্যা করে স্যুটকেসে ভরে জঙ্গলে ফেলে দিল প্রেমিক

প্রেমিকাকে হত্যা করে স্যুটকেসে ভরে জঙ্গলে ফেলে দিল প্রেমিক
দিল্লির গাজিপুর এলাকায় স্যুটকেসে এক নারীর পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার, স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি স্যুটকেস থেকে আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে এবং রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু করে। পুলিশ ঘটনাস্থলে কোনো ক্লু না পেয়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। ফুটেজে একটি হুন্দাই ভার্না গাড়ি লক্ষ্য করা হয়, যা ঘটনাস্থল থেকে চলে যেতে দেখা যায়। গাড়ির রেজিস্টার নম্বরের মাধ্যমে পুলিশ লোনি এলাকার বাসিন্দার সন্ধান পায়, যিনি জানায় গাড়িটি এক ব্যক্তি অমিত তাইরিকে বিক্রি করেছেন। এরপর পুলিশ ২২ বছর বয়সী অমিতকে গ্রেফতার করে এবং সে স্বীকার করে যে, নিহত নারীর নাম শিল্পা পান্ডে, তার চাচাতো বোন। অমিত জানায়, শিল্পার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং গত এক বছর তারা একসঙ্গে বসবাস করছিল। কিন্তু যখন শিল্পা তাকে বিয়ে করার প্রস্তাব দেয়, তখন অমিত তা প্রত্যাখ্যান করে। এক রাতে মদ্যপ অবস্থায় অমিত শিল্পার সঙ্গে ঝগড়া করে তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে, মরদেহটি গাড়িতে করে স্যুটকেসে ভরে জঙ্গলে ফেলে দেয়। পুলিশ এরপর অমিতের বন্ধু অনুজ কুমারকেও গ্রেফতার করে, যিনি হত্যার ঘটনায় সহযোগী ছিল। এ ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।